আমি শুনেছি সেদিন Lyrics | Ami Shunechi Sedin Tumi Lyrics | মৌসুমি ভৌমিক

আমি শুনেছি সেদিন Lyrics

Ami Shunechi Sedin Tumi Lyrics

মৌসুমি ভৌমিক

 

আমি শুনেছি সেদিন Lyrics

 

 আমি শুনেছি সেদিন তুমি

সাগরের ঢেউয়ে চেপে

নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ।

আমি শুনেছি সেদিন তুমি

নোনাবালি তীর ধরে

বহুদুর বহুদুর হেঁটে এসেছ।

আমি কখনও যাই নি জলে

কখনও ভাসিনি নীলে,

কখনও রাখিনি চোখ, ডানা মেলা গাংচিলে।

আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে

আমাকেও সাথে নিও

নেবে তো আমায়?

বল নেবে তো আমায়?

আমি শুনেছি সেদিন নাকি

তুমি তুমি তুমি মিলে

তোমরা সদলবলে সভা করেছিলে।

আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা

না বলা অনেক কথা, কথা তুলেছিলে?

কেন শুধু ছুটে ছুটে চলা

একে একে কথা বলা

নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে।

যদি ভালবাসা নাই থাকে

শুধু একা একা লাগে

কোথায় শান্তি পাব কোথায় গিয়ে?

বল কোথায় গিয়ে?

আমি শুনেছি

তোমরা নাকি এখনও স্বপ্ন দেখ,

এখনও গল্প লেখ গান গাও প্রাণ ভরে।

মানুষের বাঁচা মরা এখনও ভাবিয়ে তোলে

তোমাদের ভালবাসা এখনও গোলাপে ফোটে ।

আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ

তোমাদের কাছে এসে দু হাত পেতেছি।

আমি দু চোখের গল ভরে শুন্যতা দেখি শুধু

রাত ঘুমে আমি কোন স্বপ্ন দেখি না

তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি,

তাই তোমাদের কাছে এসে আমি দু হাত পেতেছি,

তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি।

 

Ami Shunechi Sedin Tumi Lyrics

আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে
নীলজল দিগন্ত ছুঁয়ে এসেছো
আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে
বহু দূর বহু দূর হেটে এসেছ

আমি কখনো যাই নি জলে কখনো ভাসিনি নীলে
কখনো রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে
আবার যেদিন তুমি সমুদ্র স্নান -এ যাবে
আমাকে ও সাথে নিও নেবে তো আমায় বল
নেবে তো আমায়
আমি শুনেছি সেদিন নাকি তুমি তুমি তুমি মিলে
তোমরা সদলবলে সভা করে ছিলে
আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধাঁ
না বলা অনেক কথা কথা তুলেছিলে
কেন শুধু ছুটে ছুটে চলা একা একা কথা বলা
নিজের জন্যে বাঁচা নিজেকে নিয়ে
যদি ভালোবাসা না-ই থাকে শুধু একা একা লাগে
কোথায় শান্তি পাব কোথায় গিয়ে বল কোথায় গিয়ে

আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো
এখনো গল্প লেখ গান গাও প্রাণ ভরে
মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে
তোমাদের ভালবাসা এখনো গোলাপে ফোটে
আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ
তোমাদের কাছে এসে দু হাত পেতেছি
আমি দুচোখের গল ভরে শূন্যতা দেখি শুধু
রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না
তাই স্বপ্ন দেখব বলে
আমি দুচোখ মেলেছি
তাই তোমাদের কাছে এসে আমি দু হাত পেতেছি
তাই স্বপ্ন দেখব বলে আমি দুচোখ মেলেছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *