ছেলে আমার মস্ত মানুষ – Chele Amar Mosto Manush

ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার

Chele Amar Mosto Manush
কথা,সুর,কন্ঠ: নচিকেতা চক্রবর্ত্তী
[ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার,
মস্ত ফ্ল্যাটে যায়না দেখা এপার ওপার]-২
নানান রকম জিনিস আর আসবাব দামী দামী
সবচেয়ে কম দামী ছিলাম একমাত্র আমি
ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।
[আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না
ওসব নাকি বেশ পুরনো,ফ্ল্যাটে রাখা যায়না]-২
ওর বাবার ছবি,ঘড়ি,ছড়ি বিদেয় হল তাড়াতাড়ি
ছেড়ে দিলো কাকে খেল পোষা বুড়ো ময়না।
স্বামী-স্ত্রী আর আ্যালসেশিয়ান জায়গা বড়ই কম
(উম উম)আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।
নিজে হাতে ভাত খেতে পারতো নাকো খোকা,
বলতাম আমি না থাকলে রে কি করবি রে বোকা?
ঠোঁট ফুলিয়ে কাঁদত খোকা আমার কথা শুনে
খোকা বোধ হয় আর কাঁদে না নেই বুঝি আর মনে।
ছোট্টবেলায় স্বপ্ন দেখে উঠত খোকা কেঁদে
দু’হাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে
দু’হাত আজো খোঁজে ভুলে যায় যে একদম
আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম।
খোকারও হয়েছে ছেলে দু’বছর হলো,
আর তো মাত্র বছর পঁচিশ ঠাকুর মুখ তোল;
একশো বছর বাঁচতে চাই এখন আমার ষাট
পঁচিশ বছর পরে খোকার হবে ঊনষাট।
আশ্রমের এই ঘরটা ছোট জায়গা অনেক বেশি-
খোকা-আমি দু’জনেতে থাকবো পাশাপাশি।
সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম
[মুখোমুখি আমি খোকা আর বৃদ্ধাশ্রম]-৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *