ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় – Valobasa Joto Boro Jibon Toto Boro Noy | Song Lyrics

 ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়

Valobasa Joto Boro Jibon Toto Boro Noy
ছায়াছবি: চরম অাঘাত
কথা: মোহাম্মদ রফিকউজ্জামান
সুর: আলাদ্দিন আলী
শিল্পী: কুমার শানু ও
মিতালী মূখার্জ্জী
ভালোবাসা যত বড়
জীবন তত বড় নয়
তোমায় নিয়ে হাজার বছর ও ও
তোমায় নিয়ে হাজার বছর
বাঁচতে বড় ইচ্ছে হয়
ভালোবাসা যত বড়
জীবন তত বড় নয়
তোমায় নিয়ে হাজার বছর
বাঁচতে বড় ইচ্ছে হয়
ভালোবাসা যত বড়
জীবন তত বড় নয়।
বড় দেরী করে দেখা হল
হল চেনাজানা,
আরো দিন গেল পেতে
মনেরই ঠিকানা(২)
হায় জন্ম থেকেই হয়নি কেন
তোমার আমার পরিচয়।
ভালোবাসা যত বড়
জীবন তত বড় নয়
তোমায় নিয়ে হাজার বছর
বাঁচতে বড় ইচ্ছে হয়
ভালোবাসা যত বড়
জীবন তত বড় নয়
শুধু কিছুদিন কাছে পেয়ে
ফুরাবে না আশা
কবে যে মরণ ঝড়ে
ভেঙে যাবে বাসা(২)
হায় সব পেয়েছি
তাই কি আমার
সব হারানোর এত ভয়
ভালোবাসা যত বড়
জীবন তত বড় নয়
তোমায় নিয়ে হাজার বছর ও ও
তোমায় নিয়ে হাজার বছর
বাঁচতে বড় ইচ্ছে হয়
ভালোবাসা যত বড়
জীবন তত বড় নয়
তোমায় নিয়ে হাজার বছর
বাঁচতে বড় ইচ্ছে হয়
ভালোবাসা যত বড়
জীবন তত বড় নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *