ও প্রিয়া প্রিয়া – O Priyaa Priyaa | Lyrics

ও প্রিয়া প্রিয়া
O Priyaa Priyaa
Film: Dil (Hindi)
Singer:Anuradha Paudwal,
Suresh Wadkar,Sabbir Kumar
ছবি: আমার ঘর আমার বেহেস্ত (বাংলা রিমেক)
শিল্পী: দেবাশিষ দাসগুপ্ত ও অনুরাধা পড়োয়াল
ও প্রিয়া প্রিয়া-
নেই তোমার হিয়া
দেবী না মানবী গো
তুমি কে বুঝিনা তো
মনটাকে ভাঙলে যে
ভুলটা কি আমার তাই বল
ও প্রিয়া প্রিয়া
আমি তোমার প্রিয়া
ঔষধ গেছি পান করে
বেঁচে যে আছি মরে
কেন আমি অসহায়
বলতে পারিনা আমি তা
ও প্রিয়া প্রিয়া-
নেই তোমার হিয়া আ।

তুমি এত পাষাণী যে
যেত যদি জানা;
মনকে এই মন দিতে
করতাম মানা।।
ভুল বুঝে আমাকে
দোষী যেন করোনা
যত পার সাঁজা দেও
বেইমান বলোনা
ওগো সজনী-
ভুলে যাবো কি
আরো দূরে তুমি যদি
চলে যেতে চাও
ও প্রিয়া প্রিয়া-
আমি তোমার প্রিয়া
ঔষধ গেছি পান করে
বেঁচে যে আছি মরে
কেন আমি অসহায়
বলতে পারিনা আমি তা
ও প্রিয়া প্রিয়া আ
নেই তোমার হিয়া আ আ।

নেই কোন সাঁধ যে
আমার এই জীবনে
মিশে যেতে চাই আমি
আজ শুধু মরণে।।
একবার দেখে নাও
বুকটাকে চিড়ে গো
তোমারি তো ছবিটা
আছে শুধু বাঁধানো
ওগো মরমী সুখেতে থাকো
তুমি শুধু আমারে;
আজ বলে দাও
ও প্রিয়া প্রিয়া-
আমি তোমার প্রিয়া।
ঔষধ গেছি পান করে
বেঁচে যে আছি মরে
কেন আমি অসহায়
বলতে পারিনা আমি তা
ও প্রিয়া প্রিয়া আ
নেই তোমার প্রিয়া।।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *