যে মাটির পরতে পরতে (বাংলাদেশ) | Je Matir Porote porote (Bangladesh) | Key Lyrics

বাংলাদেশ
Bangladesh
অ্যালবাম: জন্মভূমি (১৯৯৮)
ব্যান্ড: আর্ক
প্রকাশক কোম্পানি: সাউন্ডটেক
সঙ্গীত/কম্পোজার: আর্ক
কথা,সুর ও কণ্ঠ:
সৈয়দ হাসানুর রহমান (হাসান)
যে মাটির পরতে পরতে
সোঁদা গন্ধ বীজ ঘুমিয়ে আছে
সবুজের সারি রাঙ্গা দোলায়
রাখালিয়া সুর মিশে একাকার
এ মাটি নয় অন্য মাটি
প্রতিভায় বরেণ্য ঘাঁটি
সাধু সন্যাসী পরিজন ভুলে
হো বেঁধেছে স্বনীড় কী মায়াজালে!
যে মাটির মায়ায় কিষাণীর ছায়ায়
কী মাতম দোলা!
শিল্পীর তুলি খোলা অঞ্জলি
কভু যায় ভোলা?
বাংলাদেশ বাংলাদেশ
বাংলাদেশ এই বাংলাদেশ।
যে মায়ের বুকে এঁকেবেঁকে যায়
খালবিল নদী অন্তধারায়
এ মা তো নয় অন্য মাতা
উপশম করে যে ব্যথা
লাখো সন্তানের দুঃখী অন্তরে
বিয়োগের পাশে স্বজনের বেশে
যে মায়ের কোলে
সুর কুঞ্জনে পিউ পাপিয়া
পথে প্রান্তরে মোড়ানো
যেন নকশী কাঁথা
বাংলাদেশ বাংলাদেশ
বাংলাদেশ এই বাংলাদেশ।
পীর,আউলিয়া,হাসন রাজা
লালন শাহ,জয়নুল,কবি নজরুল
আব্বাস উদ্দিন,রবীন্দ্র বীর অমর গাথা
বাংলাদেশ বাংলাদেশ
বাংলাদেশ এই বাংলাদেশ।
যে মাটির মায়ায় কিষাণীর ছায়ায়
কী মাতম দোলা!
শিল্পীর তুলি খোলা অঞ্জলি
কভু যায় ভোলা?
[বাংলাদেশ বাংলাদেশ
বাংলাদেশ এই বাংলাদেশ]-২

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *