একখান পান চাইলাম পান দিলে না | EkKhan Pan Chailam Pan Dile Nah | Key Lyrics

একখান পান চাইলাম পান দিলে না
EkKhan Pan Chailam Pan Dile Nah
রাম কানাই দাস


একখান পান চাইলাম পান দিলে না

তোমার সনে কিসের পিরীতি,

একখান পান চাইলাম পান দিলেনা

তোমার সনে কিসের পিরীতি,

এগো তোমার সনে কিসের পিরীতি,

এগো তোমার সনে কিসের পিরীতি

পিরীতি গো তোমার সনে কিসের পিরীতি,

এক খান পান চাইলাম পান দিলে না

তোমার সনে কিসের পিরীতি।।


আমি প্রেম করবো না তারও সনে

যে জন প্রেমের ভাব না জানে

সেই প্রেমেতে হয় না বসতি।

এগো সেই প্রেমেতে হয় না বসতি,

এগো সেই প্রেমেতে হয় না বসতি

বসতি গো তোমার সনে কিসের পিরীতি,

এক খান পান চাইলাম পান দিলে না

তোমার সনে কিসের পিরীতি।।


আমার প্রেম করিয়া হইলো জ্বালা

না করছে জন আছে ভালা

প্রেমের বুঝি এমনই রীতি।

এগো প্রেমের বুঝি এমনই রীতি,

এগো প্রেমের বুঝি এমনই রীতি

রীতি গো তোমার সনে কিসের পিরীতি,

একখান পান চাইলাম পান দিলে না

তোমার সনে কিসের পিরীতি।।


দ্বীন রামকানাই এ বলে সুজনে সুজনে মিলে

প্রেম করলে হয় না দুর্গতি,

এগো মরণে হয় সঙ্গেরো সাথী,

এগো মরণে হয় সঙ্গেরো সাথী

সাথী গো তোমার সনে কিসের পিরীতি,

এক খান পান চাইলাম পান দিলেনা

তোমার সনে কিসের পিরীতি,

এগো তোমার সনে কিসের পিরীতি,

এগো তোমার সনে কিসের পিরীতি

পিরীতি গো তোমার সনে কিসের পিরীতি,

একখান পান চাইলাম পান দিলেনা

তোমার সনে কিসের পিরীতি ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *