আমি রব না রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না
Ami Robo Na Robo Na Grihe Bondhu Bine Pran Banche Na
Radharaman Dutta Song
আমি রব না রব না গৃহে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না,
এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না
এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না,
না না না ও বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রব না রব না গৃহে,
রব না রব না গৃহে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না।।
বন্ধু বিনে নাইযে গতি
কিবা দিবা কিবা রাতি,
জ্বলছে আগুন আর তো নিভে না
জ্বলছে আগুন আর তো নিভে না,
এগো জ্বলছে আগুন আর তো নিভে না
এগো জ্বলছে আগুন আর তো নিভে না,
না না না ও বন্ধু বিনে প্রাণ বাঁচে না
এমন সুন্দর পাখি
হৃদয়ে হৃদয়ে রাখি,
এমন সুন্দর পাখি
হৃদয়ে হৃদয়ে রাখি,
ছুটলে পাখি ধরা দিবে না
ছুটলে পাখি ধরা দিবে না,
এগো ছুটলে পাখি ধরা দিবে না
এগো ছুটলে পাখি ধরা দিবে না,
না না না ও বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবনা রব না গৃহে,
রব না রব না গৃহে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না।।
ঘরে আছে কুলবধূ
হস্তে লইয়া স্বরমধু,
ঘরে আছে কুলবধূ
হস্তে লইয়া স্বরমধু,
কী মধু খাওয়াইল জানি না
কী মধু খাওয়াইল জানি না,
এগো কী মধু খাওয়াইল জানি না
এগো কী মধু খাওয়াইল জানি না,
না না না ও বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রব না রব না গৃহে,
রবনা রব না গৃহে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না।।
ভাইবে রাধারমণ বলে
প্রেমানলে অঙ্গ জ্বলে,
ভাইবে রাধারমণ বলে
প্রেমানলে অঙ্গ জ্বলে,
জ্বলছে আগুন আর তো নিভে না
জ্বলছে আগুন আর তো নিভে না,
এগো জ্বলছে আগুন আর তো নিভে না
এগো জ্বলছে আগুন আর তো নিভে না,
না না না ও বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রব না রব না গৃহে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না,
এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না
এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না,
না না না ও বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রব না রব না গৃহে,
রব না রব না গৃহে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না।।