ইস্কুল খুইলাছে রে মাওলা কথা ও সুরঃ স্বর্গীয় কবিয়াল রমেশ শীল পরিবেশনায়ঃ জলের গান ডিরেক্টরঃ রাশিদ খান ও পার্থ বড়ুয়া সঙ্গীত পরিচালনাঃ পার্থ বড়ুয়া
চলরে মন ত্বরা যাই, বিলম্বের আর সময় নাই,
গাউসুল আজম মাইজভাণ্ডারী স্কুল খুইলাছে।
স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে,
গাউসুল আজম মাইজভাণ্ডারী স্কুল খুইলাছে।
সেই স্কুলের এমনি ধারা, বিচার নাই জোয়ান-বুড়া
সিনায় সিনায় লেখাপড়া শিক্ষা দিতেছে।
গাউসুল আজম মাইজভাণ্ডারী স্কুল খুইলাছে।
মাস্টার মাহিনা ছাড়া এলমে লাদুনী পড়া
কাগজ কলম দোয়াত কালির কি দরকার আছে।
গাউসুল আজম মাইজভাণ্ডারী স্কুল খুইলাছে।
স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভাণ্ডারী স্কুল খুইলাছে।
বালক-বৃদ্ধ নর-নারী, করে সবে হুড়াহুড়ি
নাম করে রেজিস্টারি ভর্তি হইতাছে।
গাউসুল আজম মাইজভাণ্ডারী স্কুল খুইলাছে।
কালুবালা বলে এলে, এখন কেন পাশরীলে,
জবানবন্দি দিতে গেলে ঠেকটবি ফেঁরে।
গাউসুল আজম মাইজভাণ্ডারী স্কুল খুইলাছে।
চলরে মন ত্বরা যাই, বিলম্বের আর সময় নাই
গাউসুল আজম মাইজভাণ্ডারী স্কুল খুইলাছে।
স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে
গাউসুল আজম মাইজভাণ্ডারী স্কুল খুইলাছে।