নির্জন যমুনার কূলে
Nirjono Jamunar Kule
Lyric & Tune: Durbin Shah
Nirjono Jamunar Kule
Lyric & Tune: Durbin Shah
নির্জন যমুনার কূলে
বসিয়া কদম্ব তলে
বাঁজায় বাঁশী বন্ধু শ্যাম রায়।।
বাঁশীতে কি মধু ভরা
আমারে করিল সারা
আমি নারী ঘরে থাকা দায় ।
কালার বাঁশী হলো বাম
বলে শুধু রাধা নাম
কুলবঁধুর কুলমান মজায়।
বাঁশীর সুরে অঙ্গ জ্বলে
ঘরের জল বাহিরে ফেলে
মনে লয় যাব যমুনায়।।
শোন গো ললিতে সখী
বন্ধু ছাড়া কেমনে থাকি
প্রাণপাখী উড়ে যেতে চায় ।
আমি নারী কুলবালা
কালার বাঁশী দিল জ্বালা
অঙ্গ কালা বন্ধুর চিন্তায়
যদি আমার কেউ থাকো
বন্ধু এনে প্রাণটি রাখো
নইলে প্রাণ সঁপিব তার পায়।।
ভুবনমোহন সুরে
ভাইটাল নদী উজান ধরে
জ্বলে আগুন আমার অন্তরায়,
মনের লয় সন্ন্যাসী হইয়া
দেখবো তারে তল্লাসিয়া
কোন বনে সে বাঁশরী বাজায় ।
নইলে কলসী বেন্ধে গলে
ঝাঁপ দেবো যমুনায় জলে
প্রাণ ত্যাজিব বলে দূরবীন শায়।।