অচিন দেশের মাঝি ভাইরে | Ocin Desher Majhi Bhaire

অচিন দেশের মাঝি ভাইরে
Ocin Desher Majhi Bhaire
কথা ও সুর : Kari Amir Uddin Ahmed
অচিন দেশের মাঝি ভাইরে…
তুমি কোন দেশে যাও বাইয়া।
বাঁকা গায়ের নদী বেয়ে’
রঙিন পাল উড়াইয়া॥
তুমি কোন দেশে যাও বাইয়া।
শুন মাঝি ভাই ,তোমায় জানাই’
একটু ধীরে বাও,
কইও খবর বাবার কাছে’
দেখা যদি পাও।
(কইও) নাইওর নিবার মানুষ পাঠাও
পানসি নাও সাজাইয়া।
তুমি কোন দেশে যাও বাইয়া।
বাবা যদি হয়না রাজি’
নিবে না নাইওর,
বিনয় করে কইও রে মাঝি’
আমার, আরেক টি খবর।
(কইও) এই আষাঢ়ের স্রোতের লহর
যাবেরে ফুরাইয়া।
তুমি কোন দেশে যাও বাইয়া।
বুঝবে কে আমির উদ্দিনের’
দুঃখেরি নিঃশ্বাস,
বৈদেশে ফেলিবে বাবায়’
আগে করিনি বিশ্বাস।
(কইও) আমারে দিয়া পরবাস’
থাকুক সুখী হইয়া।।
তুমি কোন দেশে যাও বাইয়া।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *