ওমন হিসাবের দিনে
Omon Hisaber Dine
কথা ও সুর:- Baul-Shadhok Kari Amir Uddin
ওমন হিসাবের দিনে, কড়া গন্ডায় হিসাব লইবা মহাজনে
কড়া গন্ডায় হিসাব লইবা মহাজনে, ওমন হিসাবের দিনে..
আক্ষলেরে জিজ্ঞাসিবা, সুনম্র বচনে
কি বুদ্ধি খাঠাইলায় ভবে, মানুষের সনে..
ওমন হিসাবের দিনে, কড়া গন্ডায় হিসাব লইবা মহাজনে.
নয়ান উল্লা জবান আলী, ছিলায় যে ভুবনে
খাইলায় কইলায় কিলা চাইলায়, কি শুনিলায় কানে..
ওমন হিসাবের দিনে, কড়া গন্ডায় হিসাব লইবা মহাজনে.
মহব্বত উল্লা আশিক মিয়া, গেছিলায় কার সনে
জিগ্গর আলী শক্তি মিষ্টার, দুঃখ দিলায় কার প্রাণে..
ওমন হিসাবের দিনে, কড়া গন্ডায় হিসাব লইবা মহাজনে.
দম ফালাইলায় দিবানিশি, ভাটিওল উজানে
ভুরুঙ্গায় সব পানি নিলো, আইল বানলায়না কেনে..
ওমন হিসাবের দিনে, কড়া গন্ডায় হিসাব লইবা মহাজনে.
হাতে পায়ে কি করিলায়, সারাটা জীবনে
পাঞ্জাতনের মায়া চাই, কয় আমীর উদ্দিনে..
ওমন হিসাবের দিনে, কড়া গন্ডায় হিসাব লইবা মহাজনে.