দয়াল মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবো কেমনে | Doyal Murshid Bine Premer Tala Khulbo Kemone | Song Lyrics


দয়াল মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবো কেমনে
Doyal Murshid Bine Premer Tala Khulbo Kemone



দয়াল মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবো কেমনে,
রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে ।।
প্রেম বাগানে ফুটে ছিলো ফুল,সেই ফুলে মোহাম্মদ রাসুল।
আমি তুলতে গিয়ে কইরাছি ভুল,সন্ধান না জেনে ।।
প্রেম বাগানের মালী যারা,সদায় তারা দেয় পাহারা ।
অনুরাগের কুটা লাগাইয়া,রাখে সাবধানে ।।
শিক্ষা করো ধনুক ধরো,মরার আগে একবার মরো ।
পাগল মোস্তফারে রাখো মারো ,তুমার চরণে ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *