ও সখিনা গেছস কিনা ভুইলা আমারে
O Sokhina Gesos Kina Vuilla Amare
কথা, সুর ও শিল্পী : ফকির আলমগীর
ও সখিনা গেছস কিনা ভুইলা আমারে
আমি অহন রিসকা চালাই ঢাহা শহরে ।
এবার বানে সোনাফলা মাঠ হইল ছারখার
দেশ-গেরামে শেষে নামে আকাল হাহাকার,
আমরা মরি কি আসে যায়,মহাজনে পাওনা টাকায়,
বেবাক ফসল তুইলা দিলাম আমরা তাগোর খামারে ।।
ও সখিনা গেছস কিনা ভুইলা আমারে…..
জলার পাশে কলাগাছের ছায়া সারি সারি,
তার তলাদি চইলা আইলাম আমি অনাহারি।
হাজার ঠেকায় গরীব ঢাকায় তাকায় রাঙ্গা চোখে,
মিডা কথা কয়নাতো কেউ আমরা ছোডলোকে।।
লক্ষ মশার উৎপাতে
রাত কাটেনা ফুটপাতে
লয় মনে আজ বদলা লমু উইড়া যামু তোর ধারে ।
ও সখীনা গেসস কিনা ভুইল্লা আমারে……..
ও সখীনা গেসস কিনা ভুইল্লা আমারে
আমি অহন রিসকা চালাই ঢাহা শহরে ।