একবার হরিবল মন রসনা | Ekbar HariBol Mon Rosona | Song Lyrics

একবার হরিবল মন রসনা
Ekbar HariBol Mon Rosona
লালন গীতি

একবার হরিবল মন রসনা

একবার হরিবল মন রসনা,
আর মানব দেহের গৌরব কইরো না।।
মানব দেহ মাটির ভান্ড,
ভাঙ্গলে হইবে খন্ড রে খন্ড।।
ভাঙ্গলে দেহ জোড়া নিবে না
আরে ভাঙ্গলে দেহ জোড়া নিবে না।
একবার হরিবল মন রসনা,
আর মানব দেহের গৌরব কইরো না।।
টাকা পয়সা ভিটা বাড়ি
জীবন গেলে সব রবে রে পড়ি
মানি টাকা পয়সা ভিটা বাড়ি
জীবন গেলে সব রবে রে পড়ি।
সঙ্গের সাথি কেউ তোর হবে না
আরে সঙ্গের সাথি কেউ তোর হবে না।
একবার হরিবল মন রসনা,
আর মানব দেহের গৌরব কইরো না।।
বেলা ডুবিলে হইবে রে রাতি
সঙ্গে নাই মোর সঙ্গের সাথী
আরে বেলা ডুবিলে হইবে রে রাতি
সঙ্গে নাই মোর সঙ্গের সাথী।
এ ভব নদী কেমনে হইবো পার
আরে এ ভব নদী কেমনে হইবো পার।
একবার হরিবল মন রসনা
আর মানব দেহের গৌরব কইরো না
একবার হরিবল মন বারে বার
আর বেলা ডুবিলে হইবে রে অন্ধকার।।।।

একবার হরি বল 2

একবার হরি বল মন-রসনা
মানবদেহার গৈরব করিও না।

আর মানবদেহা মাটির ভাণ্ড
ভাঙিলে হবে রে খণ্ড রে খণ্ড,
ভাঙিলে জোড়া নিবে না।

একবার হরি বল মন বারেবার
বেলা ডুবিলে হবে অন্ধকার।

বেলা ডুবিলে হবে রে রাতি
সঙ্গে রে নাই মোর সঙ্গের সাথী,
এ ভবনদী কেমন হব পার।

আর টাকা-পয়সা-ভিটারবাড়ি
জীবন গেলে সব রবে রে পড়ি,
সঙ্গের সাথী কেউ তোর রবে না।

Ekbar HariBol Mon Rosona

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *