দিন গেলো গেলো বেলা
Din Gelo Gelo Bela
কথা-কবিয়াল অনাদি জ্ঞান সরকার
দিন গেলো গেলো বেলা
ওরে আমার কাল গেলো করে খেলা
আমি কার নৌকায় উঠিব রে ভাবি তাই।
একা আমি বসে কাঁদি রে।।
আমার নাবিক বন্ধুর সন্ধান নাই
আমি কার নৌকায় উঠিব রে ভাবি তাই।
পিতা মরল মা হারালাম পথে
ভাই বন্ধু কেহ নাই মোর সাথে
একা আমি বসে কাঁদি রে
অজানা গাঙ পাড়ে।
আমি কেমনে যাবো ঐ না পাড়ে রে।।
আমার নাবিক বন্ধুর সন্ধান নাই
আমি কার নৌকায় উঠিব রে ভাবি তাই।
কোথায় ছিলাম,
এসেছি বা কোথায়।।
ভাবি দিবাযামি
অজানা অচেনা দেশে রে
হারিয়ে গেছি আমি।
আমার চলার পথ যে,
আছে ছানিরে।।
আমার সাথি আর তো কেহ নাই
আমি কার নৌকার উঠিব রে ভাবি তাই।
অনাদি কয় শোনো সাধু মহাজন
আর অনাদি কয় শোনো সাধু মহাজন
আমি সর্বহারা দেউলিয়া
ভিক্ষা ছাড়া নাই মোর গতিরে
কাঁধে ঝুলি নিয়া।
আমায় ভিক্ষা দিয়া দাও পাঠাইয়া রে।।
আমি দেশের মানুষ দেশে যাই
আমি কার নৌকায় উঠিব রে ভাবি তাই।
দিন গেলো গেলো বেলা
ও আমার কাল গেলো করে খেলা
আ আমি কার নৌকায় উঠিব রে ভাবি তাই।
কার নৌকায় উঠিব রে ভাবি তাই।