তোমার ডাকে দেব সাড়া
Tomar Dake Debo Sara
কথা-পন্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ
কন্ঠ-পন্ডিত অজয় চক্রবর্তী
তোমার ডাকে দেব সাড়া
তাই তো আমি জাগি
মাগো তোমার ডাকে দেব সাড়া
তাই তো আমি জাগি।
মাগো জানি তুমি তন্দ্রা হারা
জাগো আমার লাগি।
তাই তো আমি জাগি।
মাগো তোমার ডাকে দেব সাড়া
তাই তো আমি জাগি।
চেতনা মোর ঝিমিয়ে আসে ঘুমে,
তুমি অভয় দেবে এসে নয়ন চুমে।।
মাগো ক্লান্ত আমি তোমার কোলে
ক্লান্ত আমি তোমার কোলে
শান্ত শয়ন মাগি।
তাই তো আমি জাগি।
মাগো তোমার ডাকে দেব সাড়া
তাই তো আমি জাগি।
চোখ মেলিলাম তোমার বক্ষ নীড়ে,
আমার জগত জেগে উঠলো,
তোমায় ঘিরে।।
আমি হেসে কেঁদে,
কাটিয়ে দিলাম বেলা,
আমার সাঙ্গ হয়ে গেল ধূলা খেলা।।
এখন মায়ের মুখের ঘুম পাড়ানির
মায়ের মুখের ঘুম পাড়ানির
আমি অনুরাগী।
তাই তো আমি জাগি।
মাগো তোমার ডাকে দেব সাড়া
তাই তো আমি জাগি।