কি জ্বালা দিয়ে গেলা মোরে
Ki Jwala Diye Gela More
আসগর আলী
কি জ্বালা দিয়ে গেলা মোরে
কি জ্বালা দিয়ে গেলা মোরে,
নয়নের কাজল পরানের বন্ধুরে,
না দেখিলে পরান পোড়ে,
কি দুঃখ দিয়ে গেলা মোরে,
নয়নের কাজল পরানের বন্ধুরে,
না দেখিলে পরান পোড়ে,
না দেখিলে পরান পোড়ে
না রাখি মাটিতে, না রাখি পাটিতে,
না রাখি পালকের উপরে
সিথির সিন্দুরে রাখিব বন্ধুরে,
সিথির সিঁদুরে রাখিব বন্ধুরে,
ভিড়িয়ে রেশম ডোরে,
ভিড়িয়ে রেশম ডোরে
বন্ধু পরবাসী, পরের ঘরে আসি,
এত ঘুমে কেন ধরে
ও বন্ধু পরবাসী, পরের ঘরে আসি,
এত ঘুমে কেন ধরে
কয়লা করে ধ্বনি, পোহাইল রজনী,
কয়লা করে ধ্বনি, পোহাইল রজনী,
না ডাকি ননদিনীর ডরে
নারীর প্রেম গেছে, কি টোনা কইরাছে,
বস্ত্র খসে খসে পড়ে
কহে আসগর আলী, সাধু শত জানি,
কহে আসগর আলী, সাধু শত জানি,
উদাসী বানাইল মোরে, উদাসী বানাইল মোরে
Ki Jwala Diye Gela More