রসিক আমার মন বান্ধিয়া বাইরে তালা লাগাইছে
Rosik amar mon bandhia baire tala lagaise
রসিক আমার মন বান্ধিয়া বাইরে তালা লাগাইছে
সোনার ময়না ঘরে থইয়া
বাইরে তালা লাগাইছে
রসিক আমার মন বান্ধিয়া
পিঞ্জর বানাইছে
হায়রে রসিক আমার মন বান্ধিয়া
পিঞ্জর বানাইছে
দী্ন হিন মূরশিদে কয়
মাটির বাসন ভাইঙ্গা গেলে
আর কি জোড়া লয়?
দী্ন হিন মূরশিদে কয়
মাটির বাসন ভাইঙ্গা গেলে মনোরে
আর কি জোড়া লয়
দয়াল চাইলে লইবো জোড়া
মূরশিদ চাইলে লইবো জোড়া
এমন দয়াল কে আছে
রসিক আমার মন বান্দিয়া.
পিঞ্জর বানাইছে
হায়রে রসিক আমার মন বান্দিয়া.
পিঞ্জর বানাইছে
তিনটি তক্তার নাও
আগায় পাচায় তিন জন মাঝি
ওমন তারা তারি বাও
তি্নটি তক্তার নাও
আগায় পাচায় তিন জন মাঝি
ওমন তারা তারি বাও
ছয় জনে ছয় দাঁড়ি লইয়া
আল্লাহ নাম লইতাছে
রশিক আমার মন বান্দিয়া.
পিঞ্জর বানাইছে
হায়রে রশিক আমার মন বান্দিয়া.
পিঞ্জর বানাইছে
পাগল ও জালালে কয়
পিঞ্জর ছাড়ি গেলে ময়না
আর কি বন্দি হয়
পাগল ও জালালে কয়
পিঞ্জর ছাড়ি গেলে ময়না
মনরে আর কি বন্দি হয়
দয়াল চাইলে হইবো বন্দি
মূরশিদ চাইলে হইবো বন্দি
এমন মূরশিদ কে আছে
রশিক আমার মন বান্দিয়া.
পিঞ্জর বানাইছে
হায়রে রশিক আমার মন বান্দিয়া.
পিঞ্জর বানাইছে
সোনার ময়না ঘরে থইয়া
বাইরে তালা লাগাইছে
রশিক আমার মন বান্দিয়া.
পিঞ্জর বানাইছে
হায় হায় রশিক আমার মন বান্দিয়া.
পিঞ্জর বানাইছে