আঠারো মোকামের খবর জানো নারে মন
Atharo Mokamer Khobor Jano Nare Mon
যামিনী গীতি
আঠারো মোকামের খবর।।
জানো নারে মন;
জেনে লও মুর্শিদির কাছে,
থাকিতে সাধের জীবন।।
কোন্ মোকামে কোন্ কোন্ মহাজন,
সদাই বেচাকেনা করে কামিনী কাঞ্চন।।
ষোলো আনায় করে ওজন।।
পনেরো আনায় বিসর্জন;
জেনে লও মুর্শিদির কাছে,
থাকিতে সাধের জীবন।।
কোন্ মোকামের কি নাম ধরিয়া,
দেহের কোন্ জায়গায় রেখেছে
স্থাপিত করিয়া।।
না জেনে না শুনে গেলে।।
অকালে হবে মরণ
জেনে লও মুর্শিদির কাছে,
থাকিতে সাধের জীবন।।
ভেবে পাগল যামিনী বলে,
একের পর এক বত্রিশ জনে,
মরে জন্মিলে।।
(আমি)বন্দি হইয়া মায়াজালে।।
কোনো খবর নাই স্মরণ
জেনে লও মুর্শিদির কাছে,
থাকিতে সাধের জীবন।।
আঠারো মোকামের খবর।।
জানো নারে মন;
জেনে লও মুর্শিদির কাছে,
থাকিতে সাধের জীবন।।।