নিজ গুনে কর আশীর্বাদ
Nij Gune Koro Ashirbad
কথা,সুর,কন্ঠ-অর্জুন বিশ্বাস
আ আ আ আ আ আ আ আ আ আ
নিজ গুনে কর আশীর্বাদ।।
ও মা ও মা,নিজ গুনে কর আশীর্বাদ।
আমি তোমার অবোধ সন্তান।।
দিওনা মা অপবাদ।
নিজ গুনে কর আশীর্বাদ।
ও মা ও মাগো মা,নিজ গুনে কর আশীর্বাদ।
তুমি এনেছ ধরায় পূজিনি তোমার চরণ
ও মা,তুমি এনেছ ধরায় পূজিনি তোমার চরণ।
বিপদ ছাড়া কখনো মা করিনি তোমায় স্মরণ।
নিজের দোষে ভক্তি গঙ্গায়।।
দিয়েছি মা বেড়ি বাঁধ
নিজের দোষে ভক্তি গঙ্গায়
দিয়েছি মা বেড়ি বাঁধ।
নিজ গুণে কর আশীর্বাদ।
ও মা ও মা,নিজ গুনে কর আশীর্বাদ।
আমি শিখিনি মা তোমার পূজা
জানিনে মন্ত্রতন্ত্র।
ও মা,শিখিনি মা তোমার পূজা
জানিনে মন্ত্রতন্ত্র।
আমার দেহটা হয়েছে আজ
পাপের যন্ত্র;
দেহ জমি রইলো পতিত।।
ধরিনি ভক্তির আবাদ।
দেহ জমি রইলো পতিত
ধরিনি ভক্তির আবাদ।
নিজ গুনে কর আশীর্বাদ
ও মা,ও মা,নিজ গুনে কর আশীর্বাদ।
আমি তোমার অবোধ সন্তান।।
দিওনা মা অপবাদ।
নিজ গুনে কর আশীর্বাদ।
ও মা,ও মা
নিজ গুনে কর আশীর্বাদ।।
ও মা