প্রভুজী তুমি দাও দরশন
Provuji Tumi Dau Darashan
ছায়াছবি-পিতাপুত্র
কথা-প্রণব রায়
সুর-পবিত্র চট্টোপাধ্যায়
শিল্পী-সন্ধ্যা মুখোপাধ্যায়
প্রভুজী প্রভুজী
প্রভুজী তুমি দাও দরশন,
প্রভুজী তুমি দাও দরশন
আশায় আশায় জেগে আছে
দুটি পিয়াসী নয়ন
প্রভুজী তুমি দাও দরশন।
জনমে জনমে আমি তোমারি
বারি আমি,প্রভু তুমি চন্দন।।
দাও দরশন,
আশায় আশায় জেগে আছে
দুটি পিয়াসী নয়ন।
প্রভুজী তুমি দাও দরশন।
কে আছে আমার বলো জীবনে মরণে-
শরণ নিয়েছি তোমারি চরণে।
কে আছে আমার বলো জীবনে মরণে-
তুমি ছাড়া সুখ নাহি,
তুমি ছাড়া কে আপন।
প্রভুজী তুমি দাও দরশন।
আশায় আশায় জেগে আছে
দুটি পিয়াসী নয়ন
প্রভুজী তুমি দাও দরশন।
তুমি ধ্রুব তারা পথের আঁধারে,
তব প্রেম জ্যোতি দেখাও আমারে।।
মীরার প্রভু ওগো গিরিধারী নাগর-
মীরার প্রভু তুমি মীরার প্রভু
মীরার প্রভু ওগো গিরিধারী নাগর-
তোমায় আমায় চির বন্ধন।
প্রভুজী তুমি দাও দরশন,
প্রভুজী,প্রভুজী,প্রভুজী তুমি দাও দরশন।।