আজ বিজয়ার দিনে
Aj Bijoyer Dine
শিল্পী-শেখর
আজ বিজয়ার দিনে,
দুঃখ ভরা সবার মনে।।
চলে যাবে মাগো তুমি
চলে যাবে দূরে ;
কেমন করে বিসর্জন
দিবো মা তোমারে।
আজ বিজয়ার দিনে,
দুঃখ ভরা সবার মনে।।
চলে যাবে মাগো তুমি
চলে যাবে দূরে ;
কেমন করে বিসর্জন
দিবো মা তোমারে।
কেমন করে জানাই মাগো,
তোমাকে বিদায়,
ভাসি মোরা চোখের জলে,
তোমারি মায়ায়।।
আবার এসো মোদের ঘরে,
ডাকি মাগো করজোড়ে।।
যেওনা মা ছেড়ে ;
কেমন করে বিসর্জন
দিবো মা তোমারে।
মাগো কেমন করে বিসর্জন
দিব মা তোমারে।
ভুল যদি হয় মোদের,
দিও ক্ষমা করে,
কি বা আছে মোদের মাগো,
পুঁজিবার তরে।।
এসো তুমি বছর ঘুরে,
এসো জীবের ঘরে ঘরে।।
যেওনা মা ছেড়ে ;
কেমন করে বিসর্জন
দিব মা তোমারে।
মাগো কেমন করে বিসর্জন
দিব মা তোমারে।
আজ বিজয়ার দিনে,
দুঃখ ভরা সবার মনে।।
চলে যাবে মাগো তুমি
চলে যাবে দূরে ;
কেমন করে বিসর্জন
দিবো মা তোমারে।