মা দুর্গা এসেছে এই ধরণীতে
Maa Durga Eseche Ei Dharanite
কথা,সুর,শিল্পী-অর্জুন বিশ্বাস
মা দুর্গা এসেছে এই ধরণীতে,
আশির্বাদের ডালা নিয়ে এসেছে(আরে)।।
উলুধ্বনি দে তোরা জয়ধ্বনি দে(আরে)।।
ঢাক ঢোল কাঁসর বাজিয়ে বরণ করে নে
আরে শঙ্খ বাজিয়ে মাকে বরণ করে নে
জয় দুর্গা মায় কি(জয়),জয় দুর্গা মায় কি(জয়)
জয় দুর্গা মায় কি(জয়),জয় দুর্গা মায় কি(জয়)
জয় দুর্গা মায় কি(জয়),জয় দুর্গা মায় কি(জয়)।
কৈলাস থেকে এসেছে মা জগৎজননী,
ফুল ফসলে ভরে গেছে এই ধরণী(আরে)।।
সন্তানের মন খুশিতে ভরে উঠেছে।।
উলুধ্বনি দে তোরা জয়ধ্বনি দে(আরে)।।
ঢাক ঢোল কাঁসর বাজিয়ে বরণ করে নে
আরে শঙ্খ বাজিয়ে মাকে বরণ করে নে
জয় দুর্গা মায় কি(জয়),জয় দুর্গা মায় কি(জয়)
জয় দুর্গা মায় কি(জয়),জয় দুর্গা মায় কি(জয়)
জয় দুর্গা মায় কি(জয়),জয় দুর্গা মায় কি(জয়)।
দুর্গতিনাশিনী মাকে করলে দর্শন,
দুঃখ কষ্ট শোক তাপ হবে যে মোচন(আরে)।।
করজোড়ে অঞ্জলি দে মায়ের চরণে(তোরা)।।
উলুধ্বনি দে তোরা জয়ধ্বনি দে(আরে)।।
ঢাক ঢোল কাঁসর বাজিয়ে বরণ করে নে
আরে শঙ্খ বাজিয়ে মাকে বরণ করে নে।
মা দুর্গা এসেছে এই ধরণীতে,
আশির্বাদের ডালা নিয়ে এসেছে(আরে)।।
উলুধ্বনি দে তোরা জয়ধ্বনি দে(আরে)।।
ঢাক ঢোল কাঁসর বাজিয়ে বরণ করে নে
আরে শঙ্খ বাজিয়ে মাকে বরণ করে নে
জয় দুর্গা মায় কি(জয়),জয় দুর্গা মায় কি(জয়)
জয় দুর্গা মায় কি(জয়),জয় দুর্গা মায় কি(জয়)
জয় দুর্গা মায় কি(জয়),জয় দুর্গা মায় কি(জয়)।