তুমি আছ কিনা আছ ভগবান
Tumi Acho Kina Acho Bhogoban
কথা-মনোজ ঠাকুর
সুর-চন্দ্রকান্ত নন্দী
শিল্পী-সনজিৎ মন্ডল
[তুমি আছ কিনা আছ ভগবান
আমার জানা নাই ও]-২
[আমি দেখিনি নয়নে শুনেছি শ্রবণে]-২
কোথা গেলে দেখা পাই
দয়াল আমার জানা নাই
ও তুমি আছ কিনা আছ ভগবান
আমার জানা নাই।
[কেহ বলে তুমি আকার,তুমি নিরাকার,
কেহ বলে তুমি সৃষ্টি প্রথম অবতার]-২
[আমি কিভাবে কিরুপে চিনিব তোমারে]-২
কারে বা সুধাই,ওরে দয়াল
আমার জানা নাই।
ও তুমি আছ কিনা আছ ভগবান
আমার জানা নাই।
তুমি যীশু,তুমি আল্লাহ,তুমি নারায়ণ
দীনহীনের তুমি নাকি বন্ধু সুজন।
[আমি কিভাবে কি নামে ডাকিলে তোমারে]-২
দেখা তোমার পাই,ওরে দয়াল
আমার জানা নাই।
[ও তুমি আছ কিনা আছ ভগবান
আমার জানা নাই]-২