তুমি পাথর নাকি প্রাণ ভগবান
Tumi Pathar Naki Pran Bhogoban
ছায়াছবি-বাবা তারকনাথ
কথা-গৌরিপ্রসন্ন মজুমদার
শিল্পী-আরতি মুখার্জী
[তুমি পাথর নাকি প্রাণ ভগবান
তুমি আছ কিনা কর তা প্রমাণ
আজ তোমার পরীক্ষা ভগবান]-২
[তুমি প্রভু করলে দয়া
সাবিত্রী আর অহল্যাকে
লাজ বাঁচাতে সাড়া দিলে
দ্রৌপদীরই কাতর ডাকে]-২
কেন আমার বেলায় পাথর তুমি ?
কেন হে পাষাণ?
আজ তোমার পরীক্ষা ভগবান
তুমি পাথর নাকি প্রাণ ভগবান
তুমি আছ কিনা কর তা প্রমাণ
আজ তোমার পরীক্ষা ভগবান।
[দেখি তুমি জেত নাকি হার ?
আমার মাথার সিঁদুর তুমি
মুছতে কেমন পার!]-২
[ভাঙ আমার হাতের শাঁখা
সাহস তোমার দেখি ?
বেহুলাকে বর দিয়েছ
ভুলে গেছ সেকি]-২
দেখতে যে চাই আমার বেলায়
কি কর বিধান ?
আজ তোমার পরীক্ষা ভগবান।
তুমি পাথর নাকি প্রাণ ভগবান
তুমি আছ কিনা কর তা প্রমাণ
আজ তোমার পরীক্ষা ভগবান।
যে তুমি রাবনকে বিনাশ করেছ
আজ কোথায় উত্তর দাও?
যে তুমি নরসিংহ অবতারের রুপ ধরেছ
আজ কোথায় উত্তর দাও?
যে তুমি কংসকে ধ্বংস করেছ
আজ কোথায় উত্তর দাও?
যে তুমি মীরার বিষের পাত্র অমৃতে ভরেছ
আজ কোথায় উত্তর দাও?
স্বর্গমর্ত্য তোমার রুদ্র থেকে তুলবে নাকি
প্রভু আমার প্রশ্নের উত্তর দাও ?
ত্রিনয়ন তোমার তবু খুলবে নাকি প্রভু
হে পাথর তুমি উত্তর দাও?
উত্তর দাও উত্তর দাও উত্তর দাও?