জয় দুর্গা জয় দুর্গা
Joy Durga Joy Durga
ছায়াছবি: আঘাত
কথা: গৌতম সুস্মিত
সঙ্গীত: বাবুল বোস
শিল্পী: কুমার শানু,প্রিয়া ভট্টাচার্য্য
[জয় দুর্গা জয় দুর্গা
আজ মহাপূজাতে দাও মাগো শক্তি,
পাপীদের ধরা থেকে দেব চির মুক্তি]-২
দুষ্টের দমনে হবে আজ সংহার-
এই হাতে করব চরম আঘাত।
(আঘাত আঘাত আঘাত
আঘাত আঘাত আঘাত)
জয় দুর্গা জয় দুর্গা।
[দুর্গতিনাশিনী তোমার চরণ ছুঁয়ে
তোমারই জয়টীকা কপালে দিয়ে]-২
তোমারই দূত হয়ে করব করাঘাত
শত্রুর দরজায় যমেরই আঘাত
(আঘাত আঘাত আঘাত
আঘাত আঘাত আঘাত)
জয় দুর্গা জয় দুর্গা।
[আজকের রাত হল সেই কালরাত্রি
করব তোদের আজ মরণের যাত্রী]-২
মা দশভূজা এই হাতে চায় প্রতিঘাত
কোনো ক্ষমা নেই আর চাইছে আঘাত
(আঘাত আঘাত আঘাত
আঘাত আঘাত আঘাত)
জয় দুর্গা জয় দুর্গা।
[পাপীদের সংহারে কোনো পাপ হয়না
অন্যায় বলে তা কেউ মনে করেনা]-২
হোকনা অসুর বধ আজ রক্তপাত
পাপ মুক্তিতে চাই নিঠুর আঘাত
(আঘাত আঘাত আঘাত
আঘাত আঘাত আঘাত)
জয় দুর্গা জয় দুর্গা
আজ মহাপূজাতে দাও মাগো শক্তি
পাপীদের ধরা থেকে দেব চির মুক্তি
জয় দুর্গা জয় দুর্গা
আজ মহাপূজাতে দাও মাগো শক্তি
পাপীদের ধরা থেকে দেব চির মুক্তি
দুষ্টের দমনে হবে আজ সংহার-
এই হাতে করব চরম আঘাত।
(আঘাত আঘাত আঘাত
আঘাত আঘাত আঘাত
আঘাত আঘাত আঘাত
আঘাত আঘাত আঘাত)