ভগবান ও ভগবান
Vogoban O Vogoban
ছায়াছবি: অতিথি শিল্পী
শিল্পী: মোহাম্মদ আজিজ
ভগবান ও ভগবান ও ভগবান
তুমি যে তুমি যে শ্বেতপাথরের
পাথর শুধু রক্তে গড়া নও
(তবে কেন ঠাকুর নিরব হয়ে রও)-২
ভগবান ও ভগবান ও ভগবান
তুমি যে শ্বেতপাথরের
পাথর শুধু রক্তে গড়া নও
(তবে কেন ঠাকুর নিরব হয়ে রও)-২
[যার বুকে ব্যথা বাজে চোখে ঝরে জল,
অগতির গতি তুমি শেষ সম্বল]-২
যে কাঁদে তারে তুমি আবার কাঁদাও
ব্যথা দিয়ে তুমি বুঝি খুব সুখী হও।
ভগবান ও ভগবান।
[ফুলে গাঁথা মালা দিয়ে আমি সাজালাম
থরে থরে দীপ জ্বেলে আরতি দিলাম]-২
তোমাকে দেখে দেখে বলো কি পেলাম?
একবার একবার তুমি কথা দাও
ভগবান ও ভগবান
তুমি যে শ্বেতপাথরের
পাথর শুধু রক্তে গড়া নও
(তবে কেন ঠাকুর নিরব হয়ে রও)-২
[ভগবান ও ভগবান ও ভগবান]-৩