বলো হরিবোল হরিবোল
Bolo Horibol Horibol
Kali Ram Ka Dhol
ছায়াছবি: অনুসন্ধান (১৯৮১)
কথা: গৌরিপ্রসন্ন মজুমদার
সুর: রাহুল দেব বর্মন
শিল্পী: কিশোর কুমার
(ফেঁসে গেল ফেঁসে গেল, কালীরামের ঢোল)
সে এক দাঁড়কাকের সাধ হল কোকিলা সাজিতে
পড়লো ধরা কা কা রবে তার সে জারিজুরি (হু হু হু)
হে হে হে বলো হরিবোল হরিবোল
[বলো হরিবোল হরিবোল
বলো হরিবোল,
ফেঁসে গেল ফেঁসে গেল
কালীরামের ঢোল]-২
বলো হরিবোল হরিবোল(হরিবোল)
বলো হরিবোল।
ওরে ফেঁসে গেল ফেঁসে গেল
কালীরামের ঢোল
বলো হরিবোল হরিবোল(হরিবোল)
[ব্যাটা নামে কালী,হো ব্যাটার মুখে কালি]-২
(শুনছেন বাবুজন)
বেটা নামে কালী,বেটার মুখে কালি
বেটা নামে কালী মুখে কালি
টাকার গরম দেখায় খালি(ঢুম ঢু ঢু ঢুম)
আরে দুয়ো বলে হে হে
আরে দুয়ো বলে,দে হাততালি
ঢালরে মাথায় ঘোল।
বলো হরিবোল হরিবোল(হরিবোল)
বলো হরিবোল।
ওরে ফেঁসে গেল ফেঁসে গেল
কালীরামের ঢোল
বলো হরিবোল হরিবোল(হরিবোল)
[কালির আঁচড় নেইকো পেটে,
ব্যাটা চন্ডী পড়ে কাছা এঁটে(হে)]-২
কপালে কালি মার্কা লেবেল ছেঁটেছে
কপালে কালি মার্কা লেবেল ছেঁটে
বাধায় গন্ডগোল!
বলো হরিবোল হরিবোল(হরিবোল)
বলো হরিবোল।
ওরে ফেঁসে গেল ফেঁসে গেল
কালীরামের ঢোল
বলো হরিবোল হরিবোল(হরিবোল)
(মা দুর্গা,দুর্গতিনাশিনী
দেখেছ কেলোর কান্ড!
কি করছে?)
[বলরে সবাই দুর্গা মাকে(হে),
ভুল করে মা মারছ কাকে?]-৩
[সরিয়ে দিয়ে অসুরটাকে]-২
ওকে মোষের পিঠে তোল রে
বলো হরিবোল হরিবোল(হরিবোল)
বলো হরিবোল
ওরে ফেঁসে গেল ফেঁসে গেল কালীরামের ঢোল
বলো হরিবোল হরিবোল বলো হরিবোল
বলো হরিবোল হরিবোল।
(হরিবোল হরিবোল বলো হরিবোল)-৪
ওরে ওরে ধর,ওরে ধর কেলোকে !
ওরে ব্যাটারে ধর !
পালালো পালালো,ব্যাটা ল্যাজ গুটিয়ে পালালো
বাঁদর,ওরে বাঁদরটা ল্যাজ গুটিয়ে পালালো,দেখ্
ধর ব্যাটাকে!
ধর,ধর লক্ষ্মীছাড়া!