তুমি সাত সাগরের ওপার হতে
Tumi Sat Sagorer Opar Hote
ছায়াছবি: কত যে মিনতি
গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
সুরকার: আনোয়ার পারভেজ
শিল্পী: মোঃ আব্দুল জব্বার ও শাহনাজ রহমতুল্লাহ
তুমি সাত সাগরের ওপার হতে আমায় ডেকেছ
আর মন ভ্রমরের কাজল পাখায় ছবি এঁকেছ।
আমি ময়ূরপঙ্খী নাও ভিড়িয়ে তোমায় দেখেছি
আর প্রবাল দ্বীপের পান্না ভেবে চেয়ে থেকেছি।
[আগুন ঝরা ফাগুন যখন ছিল পলাশ বনে,
তোমার কথাই ভেবেছিলেম আমি মনে মনে]-২
তোমার চোখে তাই তো খুশির পরাগ মেখেছি
ওগো তোমার চোখে তাই তো খুশির পরাগ মেখেছি
আমি ময়ূরপঙ্খী নাও ভিড়িয়ে তোমায় দেখেছি
আর প্রবাল দ্বীপের পান্না ভেবে চেয়ে থেকেছি।
[শুক্লা চাঁদের পঞ্চমীতে সাগর যখন দোলে,
তোমার আশায় বসেছিলেম বাতায়ন খুলে]-২
দখিন হাওয়ায় তাই তো তোমায় চিঠি লিখেছি
আমি দখিন হাওয়ায় তাই তো তোমায় চিঠি লিখেছি
তুমি সাত সাগরের ওপার হতে আমায় ডেকেছ
আর মন ভ্রমরের কাজল পাখায় ছবি এঁকেছ।
আমি ময়ূরপঙ্খী নাও ভিড়িয়ে তোমায় দেখেছি
আর প্রবাল দ্বীপের পান্না ভেবে চেয়ে থেকেছি।
Tumi sat sagorer opar hote
amay dekhecho
Ar mon vromorer kajol pakhay
chhhobi ekecho
Ami moyurpongkhi naw viriye
tomay dekhechi
Ar probal dwiper panna vebe
cheye thekechi
[Agun jhora fagun jokhon
chilo polash bone,
Tomar kothai vebechilem
ami mone mone]-2
Tomar chokhe tai to khushir
porag mekhechi
Ogo tomar chokhe tai to khushir
porag mekhechi
Ami moyur pongkhi naw viriye
tomay dekhechi
Ar probal diper panna vebe
cheye thekechi
[Shukla chader ponchomite
sagor jokhon dole,
Tomar ashay boshe chhilem
batayon khule]-2
Dokhin haoway tai to tomay
chithi likhechi
Ami dokhin haoway tai to tomay
chithi likhechi
Tumi sat sagorer opar hote
amay dekhecho
Ar mon vromorer kajol pakhay
chhhobi ekecho
Ami moyurpongkhi naw viriye
tomay dekhechi
Ar probal dwiper panna vebe
cheye thekechi