ওই শোনো পাখিও বলছে কথা | Oi Sono Pakhio Bolchhe Katha | Key Lyrics

ওই শোনো পাখিও বলছে কথা
Oi Sono Pakhio Bolchhe Katha
ছায়াছবি: চোখের আলোয়
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সঙ্গীত: বাপ্পী লাহিড়ি
শিল্পী: বাপ্পী লাহিড়ি/কবিতা কৃষ্ণমূর্তি
[ওই শোনো পাখিও বলছে কথা
একই কথা বলছে সে বার বার
এই তো এসেছে দিন
ভালোবাসবার,
এইতো এসেছে দিন
ভালোবাসবার]-২
এইতো এসেছে দিন
ভালোবাসবার।
[রোদ-মাখা এই নির্জনে আজ,
কোন আলো লাগল যে মনে আজ]-২
স্বপনের উড়ো চিঠি
কে লিখেছে চোখেতে আমার।
[এইতো এসেছে দিন,
ভালোবাসবার]-২
ওই শোনো পাখিও বলছে কথা
একই কথা বলছে সে বার বার
[এই তো এসেছে দিন,
ভালোবাসবার]-২
যা কিছু পড়ছে চোখে
লাগছে তা ভারী সুন্দর।
তোমার পরশ ছাড়া
চাইছে না কিছু অন্তর।
[প্রেম আমি কাকে বলে বুঝিনা,
ভালোবাসা কার নাম জানিনা]-২
শুধু জানি জগতের
সব ভালো তোমার আমার।
[এই তো এসেছে দিন,
ভালোবাসবার]-২
ওই শোনো পাখিও বলছে কথা
একই কথা বলছে সে বার বার
[এই তো এসেছে দিন,
ভালোবাসবার]-২

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *