ভালবাসার এই কিরে খাজনা
Bhalobashar Ei Kire Khajana
ছায়াছবি: আগমন
কথা: তরুন মজুমদার
সঙ্গীত: হেমন্ত মুখার্জী
শিল্পী: মান্না দে ও আশা ভোঁসলে
ভালবাসার এই কিরে খাজনা।।
দিয়ে ফাঁকি ওরে পাখি
যতই ডাকি আর ফেরে না
ভালবাসার এই কিরে খাজনা !
মায়ারও খড়কুটা দিয়া
যে বাসা বাঁধলি
আকাশের ডাক শুনে কি
তারে ভুলেই গেলি।
মায়ারও খড়কুটা দিয়া
যে বাসা বাঁধিলাম
আকাশের ডাক শুনে হায়
তারে ভুলেই গেলাম।
এই শুন্য ঘরে বাজে রে শোন
বিসর্জনের বাজনা
ভালবাসার এই কিরে খাজনা !
[তবে কেন আপন আপন
করে মিছে মরি
ছায়ারে বাঁধিতে চাই
দু’বাহু আকড়ি]-২
ফাঁকি দিয়ে পালায় ছায়া
রেখে যায় কান্না।
ভালবাসার এই কিরে খাজনা !
বিফল স্বপন নিয়া অচেনা আকাশে
উড়ে উড়ে ডানা যে তোর অবশ হয়ে আসে।
বিফল স্বপন নিয়া অচেনা আকাশে
উড়ে উড়ে ডানা আমার অবশ হয়ে আসে।
একবারও ঘরের কথা তোর কি মনে হয়না ?
ভালোবাসার এই কিরে খাজনা !
দিয়ে ফাঁকি ওরে পাখি
যতই ডাকি আর ফেরে না
[ভালোবাসার এই কিরে খাজনা!]-২