কলিজা ভুনা কইরা দিলেও কইবো
Kolija Bhuna Koira Dileo Koibo
শিউলী সরকার
কিছু মানুষ এমনও আছে
কলিজা ভুনা কইরা দিলেও কইবো লবণ কম হইছে
(দেখবা) যার জন্য করবায় চুরি সে তোমায় চোর বানাইছে।।
যারে তুমি বিশ্বাস কইরা বুকে ঠাঁই দিলায়
নিজে না খাওইয়া তুমি যারে খাওয়াইলা
(দেখবা) বুকে জড়ায়া পিঠে ছুরি বসাইছে।।
আশা দিব সব দিলাইবো কত মিষ্টি কথা
আর তোমারে বুঝাইব তার কত যে মমতা
(দেখবা) সুযোগ মত মাঝ দরিয়ায় নাও ডুবাইছে।।
শিউলি সরকার গানে ছন্দে কইলো বাস্তব কথা,
বন্ধু হয়া বন্ধুর বুকে জ্বালায়োনা চিতা
(দেখবা) সেই চিতার আগুনে একদিন তোমায় পোড়াইছে।।