আপন মানুষ চেনা বড় দায় | Apon Manush Chena Boro Daay | Sukumar Baul

আপন মানুষ চিনা বড়ই দায়
Apon Manush Chena Boro Daay
Singer : Sukumar Baul
Lyricist : Jashim Uddin Akash
Tune : SK Sanu
Music : Ah Turjo

আপন মানুষ চিনা বড়ই দায়রে 

আপন মানুষ বুঝা বড়ই দায়  

চাইলে তারে যায় না ভুলা,

বুকের ভিতর কষ্টের মেলা 

আপন মানুষ সবচেয়ে বেশি

আপনকে কাঁদায়

আপন মানুষ চিনা বড়ই দায়রে 

আপন মানুষ বুঝা বড়ই দায়  

বাবুই পাখি ঘর বাধিলে হয় না 

ঘরে ঠাই 

ঝড় বাদলে কাটাইরে সে

 ঘরেরী দরজায় 

পারে না সে ছাড়তে মায়া 

ছাড়ে না ঠিকানা 

আমি হইলাম পথের পথিক 

পথে ঠিকানা

সময় সুযোগ পেলে মানুষ শুধু বদলে যায়

আপন মানুষ চিনা বড়ই দায়রে 

আপন মানুষ বুঝা বড়ই দায়

স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপন জন

সুখে থেকো ভালো থেকো করবো না বারন

মন পিঞ্জরে কষ্ট জমা সবাইকে বলতে মানা 

আমি হলাম পথের পথিক সবাই আমার চেনা

কারনে অকারনে মানুষে সহজে বদলায়

আপন মানুষ চিনা বড়ই দায়রে 

আপন মানুষ বুঝা বড়ই দায়

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *