মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিলো | Modhur Modhur Kotha Koiya Citte Daga Dilo | Key Lyrics

মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিলো
Modhur Modhur Kotha Koiya Citte Daga Dilo
আক্কাস দেওয়ান
আমায় মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিলো
হায়গো শোনা বন্ধে কি দোষে কান্দাইলো।।
বন্ধু রে ওরে বন্ধু প্রাণে ছিল আশা
বন্ধের সনে গহীন বনে বাঁধবো সুখের বাসা
আশার বাসা ভেঙে বন্ধু কার মায়ায় মজিলো
হায়গো শোনা বন্ধে কি দোষে কান্দাইলো।।
কান্দে পোড়া আঁখি আমি কেমনে গৃহে থাকি
বন্ধুর জন্য ছটফট করে আমার পরাণ পাখি
আমি পথের দিকে চায়া থাকি ওই বুঝি আসিল।।
তারে না দেখিলে মরি বলো উপায় কীযে করি
বন্দেরে না পাইলে আমি গলায় দেব দড়ি
লোকে বলবে আক্কাস দেওয়ান কি মরাই মরিলো।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *