ও বাবু যতই তোমরা
O Babu Jatoi Tomra
ছায়াছবি: দেবীবরণ (১৯৮৮)
গীতিকার: গৌরিপ্রসন্ন মজুমদার
সুরকার: বাপ্পী লাহিড়ী
শিল্পী: কিশোর কুমার
ও বাবু ও বাবু যতই তোমরা
ফেলো মাথার ঘাম
[সহজে যায়না চেনা]-৪
সমাজে কে রাবন আর
কেই বা হলো রাম ?
[সহজে যায়না চেনা]-২
ও বাবু ও বাবু যতই তোমরা
ফেলো মাথার ঘাম
[সহেজে যায়না চেনা]-৪
(ওরে বাবা রে বাবা বাবা !)
[কোন মুখে যে মুখোশ আঁটা,
কে ফুল আর কে যে কাঁটা]-২
যারা সব রক্ত শুষে ভুরি ফোলায়
সকলে দেয় যে তাকে দাম
[সহজে যায়না চেনা]-২
ও বাবু ও বাবু যতই তোমরা
ফেলো মাথার ঘাম
[সহজে যায়না চেনা]-৪
হে হে হে হে হে হে হে
গরীবের হাড় পাঁজরে প্রাসাদ গড়ে
যারা সব ফোকট নবাব
কিভাবে তাদের বলো দেবে জবাব
বল বল কি দেবে জবাব !
[গেল দেশ রসাতলে এটাই জেনে,
জ্বালাটা ভোলো বরং চোলাই টেনে]-২
যারা সব টাকার জোরে বিবেক কেনে
তাদেরই নেয় যে সবাই নাম
[সহজে যায়না চেনা]-২
ও বাবু যতই তোমরা
ফেলো মাথার ঘাম
[সহজে যায়না চেনা]-২
সমাজে কে রাবন আর
কেই বা হলো রাম ?
[সহজে যায়না চেনা]-২