মন রইলো সেই রিপুর বশে রাত্রদিনে | Mon Roilo Sei Ripur Boshe Ratrodine | Key Lyrics

মন রইলো সেই রিপুর বশে রাত্রদিনে

Mon Roilo Sei Ripur Boshe Ratrodine

লালন শাহ্

মন রইলো সেই রিপুর বশে রাত্রদিনে

মনের গেলনা স্বভাব

কিসে মেলে ভাব সাধুর সনে।।

বলি সেই শ্রীচরণ

মনে যদি হয় কখন

অমন রিপু হয় দুষ্ট

যে সময় ধরে যেমন সেদিক টানে ।।

নিজগুণে যা করেন সাঁই

তা বিনে আর ভরসা নাই

জানা গেল মোর মনের ভক্তিজোর

যেরুপ মনে ।।

দিনে দিনে দিন ফুরাল

রংমহল অন্ধকার হলো

লালন বলে হায় কি

হবে উপায়

উপায়তো দেখিনে ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *