এক যে ছিলো রাজা | Ek je chilo raja | Key Lyrics

শিরোনামঃ এক যে ছিলো রাজা – Ek je chilo raja
ছবিঃ গুপি গাইন বাঘা বাইন
কন্ঠঃ অনুপ ঘোষাল
এক যে ছিলো রাজা
তার ভারী দুখ ভারী দুখ
দেখো রাজা
কাঁদে রাজা
আহা রাজা
বেচারা রাজার ভারী দুখ
দুঃখ কিসে হয়
অভাগার ভাগে যেন শুধু নয়
যার ভান্ডারে রাশি রাশি
সোনাদানা ঠাসাঠাসি
তারও হয়
যেন সেও সুখী নয়
দুঃখ যাবে কি
বিরস বদনে রাজা ভাবে কি
বলি যারে তারে দিয়ে শাস্তি
রাজা কখনও সোয়াস্তি পাবে কি
দুঃখ যাবে কি
দুঃখ কিসে যায়
প্রাসাদেতে বন্দী রওয়া বড় দায়
একবার ত্যাজি এ সোনার গদি
রাজা মাঠে নেমে যদি হাওয়া খায়
তবে রাজা শান্তি পায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *