ওগো আমার দয়াল ঠাকুর
Ogo Amar Dayal Thakur
কথা: সুজাতা গোস্বামী ও তাপস কুমার
সুর: বিদ্যুৎ গোস্বামী ও কাজল কেশ
কণ্ঠ: কুমার শানু
ও ও ও ও
ওগো আমার দয়াল ঠাকুর
[করুণা সাগর তুমি]-২
[তরী আমার মাঝ দরিয়ায়]-২
[পার কর গো তুমি]-২
ওগো আমার দয়াল ঠাকুর
ও ও ও ও
[মায়াজালে জড়িয়ে গেছি
কী করে বাঁধন খুলি !
বাবা কী করে বাঁধন খুলি]-২
চাইনি কিছু তোমার কাছে
চেয়েছি চরণধূলি
বাবা চেয়েছি চরণধূলি।
ক্ষমা কর ও ও ও ও
ক্ষমা কর ওগো প্রভু,
কাছে ডাকো তুমি
বাবা কাছে ডাকো তুমি।
ওগো আমার দয়াল ঠাকুর
[করুণা সাগর তুমি]-২
ওগো আমার দয়াল ঠাকুর
ও ও ও ও
[ত্রিকালদর্শী বাবা আমার,
ভোলা মহেশ্বর,
তুমি ভোলা মহেশ্বর]-২
আমাদের কাছে তুমি ছাড়া
কে আছে ঈশ্বর
ওগো কে আছে ঈশ্বর।
যাবে কে আর ও ও ও ও
যাবে কে আর কাশী,কাবা
সকল তীর্থ তুমি
বাবা সকল তীর্থ তুমি।
ওগো আমার দয়াল ঠাকুর
ও ও ও ও
ওগো আমার দয়াল ঠাকুর
[করুণা সাগর তুমি]-২
[তরী আমার মাঝ দরিয়ায়]-২
[পার কর গো তুমি]-২
ওগো আমার দয়াল ঠাকুর
[করুণা সাগর তুমি]-২
ওগো আমার দয়াল ঠাকুর
ও ও ও ও