কাউয়ায় কমলা খাইতে জানে না
Kauyay Komola Khaite Jaane Na
ছায়াছবি: সখিনার যুদ্ধ
কথা: আমজাদ হোসেন
মতান্তরে :
Lyric & Tune: Matal Razzak Dewan
সুর: আলাউদ্দিন আলী
শিল্পী: রথীন্দ্রনাথ রায়
[ধন দৌলত সিন্দুকের চাবি]-২
দুঃখীর হাতে থাকে না
কাউয়ায় কমলা খাইতে জানে না
মনরে মন আমার
কাউয়ায় কমলা খাইতে জানে না।
[বিলে কি আর ইলিশ থাকে,
কিলাইলে কি কাঠাল পাকে]-২
[পোড়া কপাল পোড়াই থাকে]-২
মলম দিলে সারে না
কাউয়ায় কমলা খাইতে জানে না
মনরে মন আমার।
কাউয়ায় কমলা খাইতে জানে না।
[তোমরা দু’জন রাজা-রাণী,
আন্ধার বাড়ির সোনামণি]-২
[লক্ষ টাকার হীরা চুনি]-২
এখনও কেউ বুঝল না
কাউয়ায় কমলা খাইতে জানে না
মনরে মন আমার।
কাউয়ায় কমলা খাইতে জানে না।
[চোর যদি যায় শ্বশুর বাড়ি,
সুযোগ পাইলেই করে চুরি]-২
[অন্তরে তার বিষের হাড়ি]-২
আপন পর সে মানে না
কাউয়ায় কমলা খাইতে জানে না
মনরে মন আমার।
কাউয়ায় কমলা খাইতে জানে না।
[দুনিয়া শয়তানের মেলা,
মানুষ সব শয়তানের চেলা]-২
[নসুবালার একি জ্বালা]-২
নিজেকে নিজে চিনল না
কাউয়ায় কমলা খাইতে জানে না
মনরে মন আমার।
কাউয়ায় কমলা খাইতে জানে না।
[ধন দৌলত সিন্দুকের চাবি]-২
দুঃখীর হাতে থাকে না
কাউয়ায় কমলা খাইতে জানে না
মনরে মন আমার
কাউয়ায় কমলা খাইতে জানে না।