জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই
Jani Tomar Premer Jogyo Ami To Noi (1960)
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর ও শিল্পী: মান্না দে
Jani Tomar Premer Jogyo Ami To Noi (1960)
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর ও শিল্পী: মান্না দে
[জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই
পাছে ভালোবেসে ফেল তাই দূরে দূরে রই]-২
[আমার এ পথে শুধু আছে মরুভূমি ধুধু]-২
আমি কিভাবে বাঁচাব তোমার মাধবী ওই?
পাছে ভালোবেসে ফেল তাই দূরে দূরে রই।
[কত পেয়ালা লাঞ্ছনার
আমি নীরবে করি যে পান]-২
আর যারা সুধা নিয়ে চলে
[তুমি গাও গো তাদেরই গান]-২
[এমনই বিভেদ কত,মনে আসে অবিরত]-২
দু’টি ভিন্ন জীবন যেন না মিলিত হই
পাছে ভালোবেসে ফেল তাই দূরে দূরে রই
জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই
পাছে ভালোবেসে ফেল তাই দূরে দূরে রই।