শুধু তুমি নয় অবলাকান্ত
Shudhu Tumi Noy Abalakanta
ছায়াছবি: ওগো বধূ সুন্দরী
গীতিকার: বিভূতি মুখার্জী
সুর: বাপ্পী লাহিড়ী
কণ্ঠ: কিশোর কুমার
Shudhu Tumi Noy Abalakanta
ছায়াছবি: ওগো বধূ সুন্দরী
গীতিকার: বিভূতি মুখার্জী
সুর: বাপ্পী লাহিড়ী
কণ্ঠ: কিশোর কুমার
[শুধু তুমি নয় অবলাকান্ত
অনেকেরই বলার সময়
খেয়াল থাকে না!]-২
(কথার Accent!
Cent percent,cent percent!
জীবনেও কারেক্ট হয়না!
শুধরে নাও!
উচ্চারণ এই বয়সে,impossible!
তাই বলে বলবে ভূত!)
শিখতে তোমায় হবেই হবে ছাড়ব না
শুধু তুমি নয় অবলাকান্ত
অনেকেরই বলার সময় খেয়াল থাকে না!
প্লিজ প্লিজ
রামমোহন,বিদ্যাসাগর
তোমার পূর্বপুরুষেরা
বাংলা ভাষা ভালোবেসে
করেছিলেন সবার সেরা!
এই ভাষাতে মধুকবি,
বিশ্বকবি আসন রবী
কাব্য লিখেই পেয়েছিলেন
শোন শোন তোমায় বলি,
এই ভাষাতেই হয়েছে লেখা
কমলকান্ত পদাবলী
এ যে তোমার মায়ের ভাষা
আশৈশবের ভালোবাসা
(তাই বলে নতুন করে শিখতে বসা!
এক্সকিউজ মি,পারবো না!)
শিখতে তোমায় হবেই,হবে ছাড়ব না
শুধু তুমি নয় অবলাকান্ত
অনেকেরই বলার সময় খেয়াল থাকে না।
মেমসাহেব,ম্যা ম্যা ম্যা ম্যাডাম!
গিন্নিরা মেমসাহেব,ডার্লিং হানি
মা-বাবা,পাপা,ড্যাডি,মাম্মি
বন্ধু বান্ধবী না না না না না
বলো বয়ফ্রেণ্ড,গার্লফ্রেণ্ড
প্রেমিকা পাল্টে গিয়ে হয়েছে লাভার
এমন খিচুড়ি ভাষা কোনও দেশে
কোনকালে পাবে না কো আর
ব্রেকফাস্ট,ডিনার,ক্লাব,পার্টি জুডি ডিনার
এমন গর্বভরে পরের নকল করে
আমরা ছাড়া আর দেখা যাবে না
বুঝলে বুঝলে বাবা অবলাকান্ত!
শিখতে তোমায় হবেই হবে ছাড়ব না।