মনে যদি পচন ধরে
Mone jodi pocon dhore
ছবি-ইতিহাস
কথা-আহমেদ ইমতিয়াজ বুলবুল
শিল্পী-মমতাজ
মনে যদি পচন ধরে,
গন্ধ কিরে পাওয়া যায়।।
চোখে তারে যায়না দেখা,
মলম দিবি কোন জায়গায়।।
মনে যদি পচন ধরে
গন্ধ কিরে পাওয়া যায়।।
চোখে তারে যায়না দেখা,
মলম দিবি কোন জায়গায়।।
মনে যদি পচন ধরে
একটা চুলের চারশো ভাগের,
চিকন কাচের তৈরি মন,
ভাইঙ্গা গেলে লাগাই জোড়া,
নাই কারিগর এমন জন।।
দেহ মাঝে কোনখানে মন
ঠিকানা তার কেবা পায় ?
মনে যদি পচন ধরে,
গন্ধ কিরে পাওয়া যায়।।
চোখে তারে যায়না দেখা,
মলম দিবি কোন জায়গায়।।
মনে যদি পচন ধরে
তুলার সমান ওজন মনে,
হাওয়ার মাঝে ভেসে রয়,
কান্ধে যে তার কেমন করে,
পাহাড় সমান দুঃখ বয়।।
মন মরিলে আজরাইলে
প্রানের দুয়ার খট খটায়।
মনে যদি পচন ধরে,
গন্ধ কিরে পাওয়া যায়।।
চোখে তারে যায়না দেখা,
মলম দিবি কোন জায়গায়।।
মনে যদি পচন ধরে