দিন গেল গেল বেলা
Din Gelo Gelo Bela
কথা ও সুর ও কন্ঠ: কবিয়াল অনাদি জ্ঞান সরকার
Din Gelo Gelo Bela
কথা ও সুর ও কন্ঠ: কবিয়াল অনাদি জ্ঞান সরকার
দিন গেল গেল বেলা
(ও আমার) কাল গেল গেল খেলা,
ও আমি কার নৌকায় উঠিবরে ভাবি তাই।
[একা কান্দি নদীর তীরে রে]-২
আমার সাথী আরতো কেহ নাই
আমি কার নৌকায় উঠিবরে ভাবি তাই।
পিতা ম’ল মা হারালাম পথে,
ভাই বন্ধু কেহ নাই ধারে,
একা একা বসে কান্দি রে
অজানা গাঙ পারে,
[আমি কেমনে যাব ওপারে রে]-২
আমার নাবিক বন্ধুর সন্ধান নাই
আমি কার নৌকায় উঠিবরে ভাবি তাই।
কোথা হতে এসেছি যে-
হেথা বসে ভাবি দিবাযামী,
অজানা অচেনা দেশে রে,
হারিয়ে গেছি আমি,
[আমার চলার পথ গিয়েছে থামি রে]-২
আবার পিছে ফিরতে নাহি পাই
আমি কার নৌকার উঠিবরে ভাবি তাই।
তের নদী আরও সাত সমুদ্দুর-
দিতে হবে নাকি পাড়ি,
তার পরে রয়েছে নাকিরে-
আমার দেশ ঘর-বাড়ি
[আমি দীন ভিখারী নাইকো কড়িরে]-২
কেমনে আমার দেশে পাব ঠাঁই
আমি কার নৌকার উঠিবরে ভাবি তাই।
অনাদি কয় শুন সাধু মহাজন,
আমি সর্বহারা দেউলিয়া,
ভিক্ষাছাড়া নাই মোর গতি রে,
কান্দি ঝুলি নিয়া,
আমায় ভিক্ষা দাও পাঠাইয়ারে,
আমি দেশের মানুষ দেশে যাই
আমি কার নৌকায় উঠিবরে ভাবি তাই
দিন গেল গেল বেলা
(ও আমার) কাল গেল গেল খেলা
আ আমি কার নৌকায় উঠিবরে ভাবি তাই
কার নৌকায় উঠিবরে ভাবি তাই।