নীল দিগন্তে | Nil Digonte | কথা ও সুর : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর

নীল দিগন্তে
Nil Digonte
কথা ও সুর : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
শিল্পী : শর্মিতা দত্ত বিশ্বাস
[নীল দিগন্তে ঐ ফুলের আগুন লাগলো
লাগলো]-২
নীল দিগন্তে।
[বসন্তে সৌরভের শিখা জাগলো]-২
[নীল দিগন্তে ঐ ফুলের আগুন লাগলো
লাগলো]-২
নীল দিগন্তে।
[আকাশের লাগে ধাঁধা রবির আলোয় কি বাঁধা]-২
[বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো]-২
সর্ষে ক্ষেতে ফুল হয়ে তাই জাগলো
[নীল দিগন্তে ঐ ফুলের আগুন লাগলো
লাগলো]-২
নীল দিগন্তে।
[নীল দিগন্তে নীল দিগন্তে মোর বেদনখানি লাগলো
অনেক কালের মনের কথা জাগলো]-২
[এলো আমার হারিয়ে যাওয়া,
কোন ফাগুনের পাগল হাওয়া]-২
[বুঝি-এই ফাগুনে আপনাকে সে মাগলো]-২
সর্ষে ক্ষেতে ভেউ হয়ে তাই জাগলো
[নীল দিগন্তে ঐ ফুলের আগুন লাগলো
লাগলো]-২
নীল দিগন্তে।
[বসন্তে সৌরভের শিখা জাগলো]-২
[নীল দিগন্তে ঐ ফুলের আগুন লাগলো
লাগলো]-২
নীল দিগন্তে।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *