এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই
Ei dunia ekhon to ar sei duniya nai
ছবি-দুই পয়সার আলতা
কথা-আলাউদ্দীন আলী
শিল্পী-মিতালী মূখার্জী
Ei dunia ekhon to ar sei duniya nai
ছবি-দুই পয়সার আলতা
কথা-আলাউদ্দীন আলী
শিল্পী-মিতালী মূখার্জী
এই দুনিয়া এখন তো আর,
সেই দুনিয়া নাই,
মানুষ নামের মানুষ আছে,
দুনিয়া বোঝাই।।
এই মানুষের ভীড়ে আমার,
সেই মানুষ নাই।।
এই মাটির দেহ খাইলো ঘুনে,
দেখলো না তো কেউ,
সারা জীবন দুই নয়নে,
রইলো জলের ঢেউ।।
আমার দুঃখের কথা
কইতে গেলে
এই দুনিয়ার সবাই বলে
শোনার সময় নাই।
এই মানুষের ভীড়ে আমার,
সেই মানুষ নাই।।
হায় এখন বুঝি দারুণ সময়,
বদলে গেছে দিন,
কেউ আমারে চায় না দিতে,
একটু সময় ঋণ।।
আমার মনের বাগান
রইল খালি
সে বাগানের সুজন মালী
বলো কোথায় পাই।
এই মানুষের ভীড়ে আমার,
সেই মানুষ নাই।।
এই দুনিয়া এখন তো আর,
সেই দুনিয়া নাই,
মানুষ নামের মানুষ আছে,
দুনিয়া বোঝাই।
এই মানুষের ভীড়ে আমার,
সেই মানুষ নাই।