যোদ্ধার প্রতিদান Lyrics | মুক্তিযোদ্ধার রক্তের অপমানের জবাব Lyrics

যোদ্ধার প্রতিদান Lyrics

মুক্তিযোদ্ধার রক্তের অপমানের জবাব Lyrics

Singer : Sangit Sarkar
Lyrics and composition : Sangit Sarkar
Music arrangement : Sangit Sarkar
Videography : Ajoy Bhattacharjee, Dipu Debnath



যোদ্ধার প্রতিদান Lyrics



Verse 1
বুকের রক্তে ভেঙেছিল যারা শৃঙ্খল বাঙালির,
তারা আজ দেশে লাঞ্ছিত আর রাজাকার মহাবীর।
মবের শাসন, বাংলা এখন পূর্বপাকিস্তান,
তাইতো দেশে আজ মুকিযোদ্ধা রোজ সইছে অপমান
কখনো গলায় জুতোর মালা, কখনো বন্দী জেলে,
মুক্তিযোদ্ধার গায়ে হাত তোলে আজ জিন্নার ছেলেপুলে।
যাদের রক্তে স্বাধীনতা এলো সবুজের বুকে লাল
তার অপমান সইবে না জাতি মনে রবে চিরকাল।
Chorus 1
অশ্রু মোছো বন্ধু এবার গর্জে ওঠো সবে,
যে নৃশংসতা দেখাচ্ছে ওরা দ্বিগুন বিচার হবে।
বন্ধু গর্জে ওঠো সবে,
আবার মুক্তিযুদ্ধ হবে!

Verse 2
মুক্তিযোদ্ধা করেছে মুক্ত সভার আয়োজন,
লালবদর আর জঙ্গিবাহিনী করলো আক্রমণ।
শিক্ষাগুরুর গায়ে হাত কতো তিক্ত কথা স্লোগান,
বীভৎস এই দৃশ্যতে কেঁদে ওঠে জনতার প্রাণ।
মব মহারাজ রাজ করে আজ কতকাল চুপ রবে?
এবার যুদ্ধে পাকবিজগুলো সমূলে নিধন হবে।
যাদের রক্তে স্বাধীনতা এলো সবুজের বুকে লাল
তার অপমান সইবে না জাতি মনে রবে চিরকাল।

Chorus ২
অশ্রু মোছো বন্ধু এবার গর্জে ওঠো সবে,
যে নৃশংসতা দেখাচ্ছে ওরা দ্বিগুন বিচার হবে।
বন্ধু গর্জে ওঠো সবে,
আবার মুক্তিযুদ্ধ হবে!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *