পাখি আমার একলা পাখি
শিরোনামঃ পাখি আমার একলা পাখি
শিল্পীঃ ধ্রুব গুহ
সুরকারঃ প্লাবন কোরেশী
গীতিকারঃ প্লাবন কোরেশী
পাখি আমার একলা পাখি
কোন বাতাসে ভাসো
কোন সাগরে মুক্ত কুড়াও
কোন পানিতে ভাসো,
পাখি আমার একলা পাখি
সুর তোলো কোন সরে
কোন খেয়ালে প্রাসাদ ঘড়ো
নিঠুর মনের চড়ে,
পাখি অরে পাখি আমার
বড্ড একা লাগে,
ছেড়েই যদি যাবে পাখি
ক্যান বলনি আগে।।
পাখি আমার একলা পাখি
বর্ষা বাদল রাতে
কোন প্রিয়জন বাজায় কাকন
হাত রাখে ওই হাতে,
কোন সে মানুষ আচড় কাটে
রেশম তোমার চুলে
কোন আগামীর স্বপ্ন বুনে
আমায় থাকো ভুলে,
কার বুকেতে শান্তি খুজো
কিসের অনুরাগে,
ছেড়েই যদি যাবে পাখি
ক্যান বলোনি আগে।।
পাখি আমার একলা পাখি
মনপুরাটার তারে
নষ্টর আগে কষ্ট বাজে
মধ্যমেঘ আন্ধারে,
কোন সে কুঠির জলোমলো
তোমার পিধিম সুখে
কার পরশে হও উচাটন
প্রশান্তি চাদ মুখে,
কোন ঘূড়িতে নাটাই বাধো
কার ডাকে প্রেম জাগে,
ছেড়েই যদি যাবে পাখি
ক্যান বলোনি আগে।।