দাদা পায়ে পড়ি রে Lyrics
Dada Paye Pori Re Lyrics
দাদা পায়ে পড়ি রে
Dada Paye Pori Re
কথা: গৌরীপ্রসন্ন মজুমদার
সুর ও কণ্ঠ: অংশুমান রায়
দাদা পায়ে পড়ি রে Lyrics
দাদা পায়ে পড়ি রে
মেলা থেকে বউ এনে দে
দাদা পায়ে পড়ি রে
মেলা থেকে বউ এনে দে
নয়ত কলসি দড়ি দে
দাদা ডুবে মরি রে
দাদা পায়ে পড়ি রে
মেলা থেকে বউ এনে দে
দাদা পায়ে পড়ি রে
মেলা থেকে বউ এনে দে।
তুই দাদা বউকে লিয়ে
সুখে করিস ঘর;
আর আমি বউ চাইলে কেন,
গালে মারিস চড়।।
দাদা চাস না কি বউ লিয়ে
খেলা করি রে
মেলা থেকে বউ এনে দে
দাদা পায়ে পড়ি রে
মেলা থেকে বউ এনে দে।
মেলা ভাঙি গেলে পরে,
বউ কেনা যাবে না।।
ভাঙা মেলায় দাদা তুমি
রাঙা বউ পাবে না
পায়ে পড়ি রে
মেলা থেকে বউ এনে দে
দাদা পায়ে পড়ি রে
মেলা থেকে বউ এনে দে।
তাড়াতাড়ি যা রে দাদা
মিনতি তোর কাছে;
নইলে সব বউ কিনে লিবে,
পয়সা যাদের আছে।।
দাদা বুঝিস না কেন
এমন বায়না ধরি রে
মেলা থেকে বউ এনে দে
দাদা পায়ে পড়ি রে
মেলা থেকে বউ এনে দে
নয়ত কলসি দড়ি দে
দাদা ডুবে মরি রে
দাদা পায়ে পড়ি রে,
মেলা থেকে বউ এনে দে।।।
1 thought on “দাদা পায়ে পড়ি রে Lyrics | Dada Paye Pori Re Lyrics”