একটি না ফোঁটা কুঁড়ির | Golden Juilee Theme Song-2024

সুবর্ণজয়ন্তী থিম সং-২০২৪ | Golden Juilee Theme Song-2024

কথা: নাঈম আল ইসলাম মাহিন
সুর: এম রহমান
শিল্পী:

 

একটি না ফোঁটা কুঁড়ির



এই গল্প-
একটি না ফোঁটা কুঁড়ির
পাখিদের গানে মুখরিত এক
সোনালি স্বপ্নপুরীর
এই গল্প –
শিশিরে শিশিরে শিহরিত হওয়া
সঙ্গীত শেফালীর
শত প্রভাতের সৌরভ মাখা
সুবর্ণ জয়ন্তীর।।
এই স্বাধীনতা সুনীল আকাশ
ঢেকে গিয়েছিল মেঘে
সাঁঝের কিনারে পিদিম জ্বেলেছে
মালিরাই জেগে জেগে।
তুলির আঁচড়ে মুর্ত করেছে
ফিকে হয়ে যাওয়া নীল
অববাহিকার সকাল সহসা
সোনা রোদে ঝিলমিল।
এই গল্প-
স্বচ্ছ জলের অতলে ছড়ানো
বর্ণালী সব নূরীর
শত প্রভাতের সৌরভ মাখা
সুবর্ণ জয়ন্তীর।।
এই পথে যাবো, যাবে কি বন্ধু
হেসে গেয়ে বহুদূর
সুবাসিত হবে সাত মহাদেশ
সাতটি সমুদ্দুর।
কর্ণে কর্ণে ঢেলে দিয়ে যাবো
বর্ণালী সব গান
নতুন শব্দে লেখা হবে আজ
স্বর্ণালী অভিধান।
মহাকাব্যের সূচনা শুনতে
আজ এই আয়োজন
নতুন সাথীরা করবে নতুন
মোড়ক উন্মোচন।
এই গল্প-
নীল নীলিমায় স্বপ্ন ছড়ানো
হাওয়াই মিঠাই ঘুড়ির
শত প্রভাতের সৌরভ মাখা
সুবর্ণ জয়ন্তীর।।
🔖


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *