এমন অনেক কথাই বলো তুমি Lyrics | Emon Onek Kothai Bolo Tumi Lyrics

এমন অনেক কথাই বলো তুমি Lyrics | Emon Onek Kothai Bolo Tumi Lyrics

এমন অনেক কথাই বলো …
কথা : পুলক বন্দ্যোপাধ্যায়
সুর : সতীনাথ মুখোপাধ্যায়
মূল কন্ঠশিল্পী : সতীনাথ মুখোপাধ্যায়
—————————————–

 

এমন অনেক কথাই বলো তুমি Lyrics


এমন অনেক কথাই বলো তুমি,
মন থেকে যা বলোনা
আবার অনেক তোমার সত্যি কথা,
আমি ভাবি ছলনা।
রেশমি চুড়ির আওয়াজ দিয়ে
কত কথা যাও যে বলে;
কত কথা বলে ওঠো
কালো চোখের ঐ কাজলে;
আবার কত কথা বলি বলি,
করেও কিছু বলোনা।
ভালোবাসার কোন কথাটির
কী যে আসল মানে,
ভালো যারা বেসেছে গো,
তারাই শুধু জানে।
তাইতো যখন শপথ করে
বললে ভালবাসবে না আর,
শুনেই আমি বুঝে নিলাম
তুমি হলে আরো আমার।
তুমি প্রেমের পুঁথি পড়েই গেলে,
অর্থ জানা হলো না।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *